সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ১১ ডিসেম্বর বাংলাদেশের মানবাধিকার লংঘন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে তাকাতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নিজ দেশেই নয়, পৃথিবীর দেশে দেশে হত্যা, গুম, অপহরণসহ মানবাধিকার লংঘনের ঘটনাবলির সাথে জড়িত। একক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে বিশেষ তাদের হারানো জায়গা ফিরে পেতে এখন তারা ‘বিশ্ব গণতন্ত্র’- কে শক্তিশালী করার যে কথা বলছে, সম্মেলন করছে তাও যে কত মেকী বিশ্বের গণতান্ত্রিক শক্তিসমূহ তা ভালভাবেই অবগত।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় পার্টি জিয়া শাসনে ২রা অক্টোবরের ব্যর্থ অভ্যুত্থানের অজুহাতে জেলখানা ও সেনানিবাসে ৭০০ সেনাসদস্য হত্যা, খালেদা জিয়ার শাসনে ‘অপারেশন ক্লিন হার্টের’ নামে বিচারবহির্ভূতভাবে প্রায় এক হাজার মানুষ হত্যা ও তার বিচার রুদ্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশে জারী, বর্তমানেও একইভাবে র্যাব ও পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, গুম ও অপরহণের বিরোধীতায় সোচ্চার থাকেনি কেবল, রাজপথেও থেকেছে। এসকল বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও গুম সম্পর্কে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছে। তবে এসব ঘটনাবলিতে বাংলাদেশের অভ্যন্তরীন পরিস্থিতির ব্যাপারে বিদেশী হস্তক্ষেপের পরিপূর্ণ বিরোধী। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক চেতনাবোধ থেকে মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকারের প্রশ্নকে নিজেরাই মীমাংসা অতীতে করেছে, এবং এখনও করতে সক্ষম।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে গুম, খুন, অপহরণসহ মানবাধিকার লংঘনকে পাল্টাপাল্টি বিষয়ে পরিণত না করারও আহ্বান জানান হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D