শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে কমরেড সৈয়দ আমিরুজ্জামানের মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীমঙ্গলে কমরেড সৈয়দ আমিরুজ্জামানের মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ ডিসেম্বর ২০২১: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীমঙ্গলে ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সাধুবাবার বটতলী খ্যাত ‘বধ্যভূমি-৭১’ স্মৃতিসৌধে আরও উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, পার্টির পৌর শাখার সভাপতি কমরেড শেখ জুয়েল রানা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন কুমার তাঁতী’র সন্তান (বড় ছেলে) তপন কুমার তাঁতী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, এনটিভির সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ। মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের লাল সালাম জানান।