সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক | রাজবাড়ী, ১৯ ডিসেম্বর ২০২১ : বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এবং আমৃত্যু কমিউনিস্ট কমরেড রেজাউল করিম রেজা ভাই আর নেই।
রোববার (১৯ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুত্রবার (১৭ ডিসেম্বর ২০২১) ফরিদপুরে ভর্তি হন সাবেক ভিডি রেজা। শনিবার (১৮ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান হাসপাতালে নেওয়া হয়।
তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও আমরা শোকাহত।
রাজবাড়ী করিম সু হাউজের মালিক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন রেজাউল করিম রেজা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংঙ্কর ঝন্টু তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কমরেড রেজা ছিলেন দলের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দলের ও দেশের অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন সফল একজন ব্যবসায়ী এবং মহান মনের মানুষ।
ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজবাড়ি জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড এ্যাড রেজাউল করিম রেজা’র আকস্মিক মৃত্যু ওয়ার্কার্স পার্টির পরিবারের জন্য প্রচন্ড আঘাত। কিশোর বয়স থেকে কমরেড রেজা বামপন্থি মতাদর্শে দিক্ষিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি অনলবর্ষী সুবক্তা ছিলেন। একজন দৃঢ় চিত্তের মানুষ হিসেবে ছাত্র সমাজের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি রাজবাড়ী কলেজের ভিপি ছিলেন। একজন আইনবীদ হিসেবে তিনি শ্রমজীবী মানুষের পক্ষে আদালতে লড়তেন। রাজনীতি ছিল তার মূল কর্মক্ষেত্র। সমাজ বদলের লড়াইয়ে তিনি নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। ওয়ার্কার্স পার্টির একজন নিবেদিত প্রাণ এই নেতা অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর এই অকাল প্রয়াণ বিপ্লবী সংগ্রামের অপুরনীয় ক্ষতি যা পুরন হবার নয়।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কানাডা প্রবাসী নেতা জিয়াউল হক জিয়ার শোক
বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এবং আমৃত্যু কমিউনিস্ট কমরেড রেজাউল করিম রেজা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁরই সহযোদ্ধা,বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, কানাডার প্রবাসী নেতা জিয়াউল হক জিয়া ফেসবুকে লিখেছেন, “এক সাথে বহুদিন রাজনীতি করার সহযোদ্ধা এভাবে চলে যাবে ভাবতে পারছিনা! শোক প্রকাশের ভাষা নেই! তার আত্মার শান্তি কামনা করছি. শ্রদ্ধাঞ্জলি।”
সৈয়দ আমিরুজ্জামানের শোক
বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এবং আমৃত্যু কমিউনিস্ট কমরেড রেজাউল করিম রেজা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁরই সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
জাতীয় শ্রমিক ফেডারেশনের শোক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ি জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজবাড়ী জেলার নেতা কমরেড এ্যাড রেজাউল করিম রেজা’র আকস্মিক মৃত্যু জাতীয় শ্রমিক ফেডারেশনের পরিবারের জন্য প্রচন্ড আঘাত। কিশোর বয়স থেকে কমরেড রেজা বামপন্থি মতাদর্শে দিক্ষিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি অনলবর্ষী সুবক্তা ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত হন। একজন দৃঢ় চিত্তের মানুষ হিসেবে ছাত্র সমাজের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি রাজবাড়ী কলেজের ভিপি ছিলেন। একজন আইনবীদ হিসেবে তিনি শ্রমজীবী মানুষের পক্ষে আদালতে লড়তেন। রাজনীতি ছিল তার মূল কর্মক্ষেত্র। সমাজ বদলের লড়াইয়ে তিনি নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। জাতীয় শ্রমিক ফেডারেশনের একজন নিবেদিত প্রাণ এই নেতা অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর এই অকাল প্রয়াণ বিপ্লবী সংগ্রামের অপুরনীয় ক্ষতি যা পুরন হবার নয়।
তার মৃত্যুতে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D