সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
বিশেষ প্রতিনিধি | হবিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২১ : অদ্য ২৩ ডিসেম্বর থেকে হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা শুরু হতে যাচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির সার্বিক তত্ত্বাবধানে অদ্য ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানসহ মাসব্যাপী এ মেলায় সকলকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সভাপতি শাহীন আক্তার সাথী ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাজমুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান সহ মাসব্যাপী উক্ত মেলার সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
হবিগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা’র শুভ উদ্বোধন আজ
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D