সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ ডিসেম্বর ২০২১ : শ্রীমঙ্গলে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবদ্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) সকালে উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ইউছুবপুরস্থ কারিতাস টেকনিক্যাল স্কুলে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লায় রায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চল এর সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো: মখলিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসান মো: জহিরুল ইসলাম ভূইয়া ও জাকের পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে প্রতিষ্ঠানে কর্মসুচির বিভিন্ন দিক উপস্থাপন করেন জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাজরিন চার্জ এর পৌরহিত প্রসেন ঘোষ, উপকারভোগী রুকন উদ্দিন, জহর লাল পান্ডে, সুবর্ণা চাষা, সুক্তা রানী দেব ও মিলি রায় প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় ৬ বছর ব্যাপী এ প্রকল্প ডিসেম্বরপ শেষ হয়ে যাচ্ছে এবং একই কাজে আরো তিন বছর এ কাজ চললেও জনবল ও সুযোগ সুবিধা অর্ধেকে নেমে আসছে। তারা এই ৬ বছর মেয়াদি প্রকল্পে সরকারী-বেসকারী যে যে প্রতিষ্ঠান ও ব্যাক্তি সহযোগীতা করেছেন তাদের তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতের প্রকল্পের সহযোগীতার অনুরোধ জানান। উপকারভোগীরা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রতিবদ্ধী ভাতার অর্থ বাড়ানো, সংগঠনের নিবন্ধন, ভোগান্তি ও হয়রানিমুক্ত সেবা পাওয়ার অনুরোধ জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D