এ কে শেরাম কর্তৃক অনুদিত “মণিপুরী মল্লার” বইটি রাজেশদা ও আমাকে উৎসর্গ করায় অভিভূত 

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

এ কে শেরাম কর্তৃক অনুদিত “মণিপুরী মল্লার” বইটি রাজেশদা ও আমাকে উৎসর্গ করায় অভিভূত 

মাইবম সাধন | ঢাকা, ০১ জানুয়ারি ২০২১ : আজকের দিনটা ইতিহাসে বিরলতম একটা দিন আমার জন্য। এখন অব্দি কেউ আমাকে কোনো বই-পুস্তক উৎসর্গ করেনি জানামতে! তবে ‘এখন’ শব্দটা গতকাল হয়ে গেছে। অর্থাৎ গতকাল অব্দি কেউ করেনি। একটু খোলাসা করি—

সিলেট থেকে প্রকাশিত অগ্রজ কবি এ কে শেরাম কর্তৃক অনুদিত ও সম্পাদিত “মণিপুরী মল্লার” বইটির উৎসর্গ পাতায় আমার নাম দেখে যারপরনাই বিস্ময়াভিভূত। কবি মাইস্নাম রাজেশ দা’র নামও রয়েছে। বইটি এখনও হাতে পাইনি। আগ্রহের তর সইছে না আমার। কারণ এ কে শেরাম মণিপুরি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

নববর্ষের সুন্দর একটা গিফট — এরচে বেশি কিছু হতেই পারে না। তবে নিজেকেই সন্দেহ হচ্ছে, আদৌ আমি কি এতকিছুর যোগ্য!?!

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা️ কবি এ কে শেরাম।

মণিপুরী বানান বিভ্রাট সংশোধনের ব্যাপারে অনুরোধ করেছি। আশা করি, সংশোধিত বইটিই পাঠকের হাতে পৌঁছুবে।

খুশির ঠ্যালায় যাদের ট্যাগ করেছি, বিরক্ত বোধ করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে আনট্যাগ করার অনুরোধ রইলো।

এ সংক্রান্ত আরও সংবাদ