জনপ্রিয় লেখক আবীর শওকত হায়াতের নতুন বই ‘নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা’

প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

জনপ্রিয় লেখক আবীর শওকত হায়াতের নতুন বই ‘নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা’

ঢাকা, ০৩ জানুয়ারি ২০২২: প্যাট্রিক লিঞ্চিওনি, ব্রায়ান ট্রেসি, ডেল কার্নেগি, জন সি ম্যাক্সয়েল, সাইমন সিনেকের মত বিদেশী রাইটারদের থেকে বিখ্যাত সব লিডারশিপ বিষয়ক বই এবং এর অনুবাদ আমরা পেয়ে থাকলেও বাংলা ভাষায় প্রফেশনাল নেতৃত্ব বিষয়ক মৌলিক বইয়ের সংখ্যা অতি নগণ্য।

আর এই ঘাটতি পূরণে উদ্যোগী হয়েছেন আবীর শওকত হায়াত এর মত একজন গুনি ব্যক্তি। সেই হাতে গণা কয়েকটা বইয়ের মধ্যে আরও একটি ব্যাবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক মৌলিক বই যুক্ত হয়েছে। আর সেটি হল- প্রফেশনাল বিষয়ে জনপ্রিয় লেখক আবীর শওকত হায়াত এর নতুন বই “নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা”।

বইটি লিখতে লেখক আবীর শওকত হায়াত সময় নিয়েছেন ৭ বছর। তাহলে বুঝতেই তো পারছেন বইটিতে লেখক প্রতিটি বিষয় কতটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। লেখক নেতৃত্বের এ্যাকাডেমিক ধারণা এবং কর্পোরেট এর বাস্তব অভিজ্ঞতার আলোকে এর ব্যবহারিক দিকটি সহজ ভাষায় তুলে এনেছেন। কর্মক্ষেত্রে নেতৃত্ব বিকাশের উপায় হিসেবে এ বইটি একটি মাইল ফলক হয়ে থাকবে।

বইটিতে ৪টি পর্বে মোট ২৯টি অধ্যায় এবং ২৯তম অধ্যায়ের শেষে ২৪টি সেলফ অ্যাসেসমেন্ট টুলস ও রেফারেন্স দেয়া আছে।

তাই আর দেরি না করে এখনই রকমারি ডট কম থেকে সংগ্রহ করে নিন। আর শিখে নিন কর্মক্ষেত্রে নেতৃত্ব বিকাশের উপায়।

“নেতৃত্বের ধারণা নেতৃত্বের যাতনা”
by আবীর শওকত হায়াত
>TK. 527

এ সংক্রান্ত আরও সংবাদ