সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ জানুয়ারি ২০২২ : বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত ও পর্যটন শহর শ্রীমঙ্গলে চা উৎপাদন ও প্রক্রিয়াকরণে নিরাপদতা নিশ্চিতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ জানুয়ারি ২০২২) সকালে খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার) যুগ্ম সচিব মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা গবেষনা ইন্সটিটিউট (বিটিআরআই)-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরফিন, বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
সেমিনারে বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, চা ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D