সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ, ১২ জানুয়ারি ২০২২ : শেষ পর্যায়ে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। চলছে মিছিল, মিটিং ও পথসভা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন নিয়ে তুমুল উৎসাহ ও কৌতূহল বিরাজ করছে ভোটারদের মধ্যে। এই ভোট নিয়ে সিটি করপোরেশনের বাইরের লোকদের মধ্যেও আগ্রহের কমতি নেই।
মেয়র পদপ্রার্থী আইভীর সমর্থনে ওয়ার্কার্স পার্টির গণসংযোগ
এই ভোটে শেষ পর্যন্ত কী হয় তা দেখানোর জন্য মুখিয়ে আছে ভোটাররা। তাদের চোখ এখন আগামী ১৬ জানুয়ারির দিকে। কে জিতবে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। কিন্তু নির্বাচনে বেশিভাগ ভোটারই নৌকা মার্কার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে এগিয়ে রাখছেন। তারা বলছেন, এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু শেষ পর্যন্ত আইভীই জিতবেন।
তবে ভোটাররা আইভীকে এগিয়ে রাখলেও তা মানতে নারাজ তৈমুর আলম খন্দকারের কর্মী-সমর্থকরা। তারা বলছেন, এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতবেন তৈমুর আলম খন্দকার।
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা ও নগর কমিটির নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ গণসংযোগ শেষে বলেন, নির্বাচনে নৌকাই যাবে।
এদিকে ভোটের আর বাকি মাত্র তিন দিন। যদিও নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার প্রচার-প্রচারণার শেষ দিন। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনসহ দেশে সংক্রমণ বাড়তে থাকায় ১৩ জানুয়ারি থেকে সারাদেশে নানা ধরনের বিধিনিষেধ জারি করেছে সরকার। একারণে আজকেই প্রচারণা শেষ করতে কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D