সিলেট ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জানুয়ারি ২০২২ : আগামী ৩০-৩১ মার্চ ২০২২ বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২১তম জাতীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এইজন্য সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রমকে সুচারুভাবে পরিচালনায় সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় গত ১২-১৩ জানুয়ারি ২০২২ কেন্দ্রীয় কমিটির সভা এবং ১৪-১৬ জানুয়ারি ২০২২ তারিখে জাতীয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও জাতীয় পরিষদের উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো ও সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টিকে যুগ্ম-আহ্বায়ক করে ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩০-৩১ মার্চ সম্মেলন সম্পন্ন করতে যাবতীয় কার্যপরিচালনা করবে। সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে সকল সাংগঠনিক পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ, উপজেলা, স্কুল, ইউনিয়ন ও ওয়াডের্র সম্মেলন বা কাউন্সিল সম্পন্ন করতে হবে। আগামী ১৫ মার্চের মধ্যে সকল জেলা শাখার সাংগঠনিক রিপোর্ট লিখিত আকারে ই-মেইল বা ডাকের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করতে হবে। অন্যদিকে সভায় কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মারুফ, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সভাপতি মনিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাকির হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সকল স্তর থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একইসাথে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সেই সঙ্গে নতুন করে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ জেলা সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি করোনা মোকাবেলায় গত বছরে গঠিত জেলায় জেলায় ব্রিগেডের সাথে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে মানুষের পাশে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D