সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২২ : নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী। ভোটগ্রহণ শেষে মোট ১৯২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হলেন। নিকটতম প্রার্থী তৈমুর আলম খন্দকারের চেয়ে আইভী ৬৯,১০২ ভোট বেশি পেয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ১৯২ কেন্দ্রের ফলাফলে আইভী পেয়েছেন ১,৬১,২৭৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২,১৭১ ভোট।
তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ।
এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।
সেলিনা হায়াৎ আইভী নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D