চা শ্রমিকদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

চা শ্রমিকদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ জানুয়ারি ২০২২ : চা শ্রমিকদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

তিনি আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) এ অবদানের জন্য ” লিও ফাইবার” এটিএন বাংলার উন্নয়নের বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১ গ্রহন করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮নং ফ্লোরে অনুষ্ঠিত এটিএন বাংলার উন্নয়ন বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২১ সালে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইটি, কৃষি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদেরও এই সম্মানে ভূষিত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।