সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী কাল

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২২ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক পথিক সাহার একাদশ মৃত্যুবার্ষিকী কাল।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানীর পশ্চিম ধানমন্ডির রায়েরবাজারে শ্রীশ্রী মহাপ্রভূর আখড়ায় এবং প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তাঁর পৈতৃকনিবাস মানিকগঞ্জের গড়পাড়া গাঙ্গুলীনগর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর আশ্রমে ভোগরাগ ও বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পথিক সাহা ২০১১ সালের ২৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ