শ্যাওলা আচ্ছাদিত পান্ডুলিপিটা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শ্যাওলা আচ্ছাদিত পান্ডুলিপিটা

|দীন মু.আসকারী তালুকদার|

অনেক অ-নে-ক দিন মনোকাশে
এক চিলতে রোদ্দুর নেই ..
নির্মেঘ আকাশটা ফালি ফালি
স্নেহের ছিটে ফোঁটাও নেই ..

         বলয়ের দিকচক্রবাল রেখা অন্য ছায়াপথে ..
অন্য ছায়াপথে হারিয়েছে!
আর এদিকে এ ধরাধামে পুঞ্জিভুত আয়ুরেখা
নিকটেই খুঁজছে সায়াহ্নের ছায়া!

         হঠাৎ-ই পূরবী আজিকে গাইলো ..
আবহ সঙ্গীত –
ইস্ রে! মূর্ছনা প্রায় ❤️ হৃদি বরাবর!
তবুও থাক সে এলো বলে ..

                        ””””””””””””””””””””””””””””’

                                       ২৯ জানুয়ারি ‘২২ খ্রীঃ
সায়াহ্নের অবেলায়
রোববার।

এ সংক্রান্ত আরও সংবাদ