কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. মঈনের যোগদান

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. মঈনের যোগদান

কুমিল্লা (দক্ষিণ), ০১ ফেব্রুয়ারি ২০২২ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, বর্তমান উপাচার্য এমরান কবির চৌধুরীর মেয়াদ গতকাল ৩১ জানুয়ারি শেষ হওয়ায় নবনিযুক্ত উপাচার্য সোমবার বিকেল ৪টায় কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। উপাচার্য হিসেবে যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাস্তবক অর্পণ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্যের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি বরিশালে বেড়ে ওঠেন। তিনি ২৩ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ফর লার্নিং অ্যান্ড টিচিংয়ের জন্য মনোনীত হন তিনি। দেশ–বিদেশে প্রকাশিত জার্নালে তাঁর লেখা ৩৭টি নিবন্ধ রয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।