ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক রেজাউল করিম আর নেই

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক রেজাউল করিম আর নেই

ব্রাহ্মণবাড়িয়া, ০২ ফেব্রুয়ারি ২০২২ : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাস সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাড়িতে বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সাংবাদিক রেজাউল করিমের বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে স্থানীয় সাংবাদিক মাজহারুল করিম অভি।
বৃহস্পতিবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের মৌলভীহাটির কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পত্রিকা সাপ্তাহিক তিতাস সম্পাদক ও প্রকাশক রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।