সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২২ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হচ্ছে কাল। আসরের শীর্ষ চার-এ থাকার প্রস্তুতি নিয়েই সিলেট পর্বে মাঠে নামবে অংশগ্রহনকারী ছয় দল।এই পর্বে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শেষ চার নিশ্চিতে সুবিধাজনক স্থানে থাকতে দলগুলোর জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সিলেট পর্বের পর শেষ দুই রাউন্ডের ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দলগুলো।
সিলেট পর্ব শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। এই দু’টি দল এখন পর্যন্ত শীর্ষ দুই স্থান দখলে রেখেছে। দুই দলই এখন পর্যন্ত নয় পয়েন্ট সংগ্রহ করলেও নেট রান রেটের কারণে শীর্ষে কুমিল্লা।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তলানিতে থাকা স্বাগতিক সিলেটের জন্য ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে শীর্ষ চারে থাকার সুযোগ ক্ষীণ হয়ে যাবে সিলেটের। তবে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থস্থানে রয়েছে খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস বর্তমানে ৮ ম্যাচে ২৮০ রান করে ব্যাটিং তালিকায় সবার শীর্ষে রয়েছেন। মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ছয় ম্যাচে ২৬২ রান করে দ্বিতীয়স্থানে রয়েছেন।
বোলিংয়ে উইকেট শিকারে শীর্ষে আছেন- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ দশমিক ৫৪ গড়ে ১১ উইকেট শিকার করে শীর্ষে ফিজ। ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন খুলনার কামরুল ইসলাম রাব্বিও। তার গড় ১৮ দশমিক ৮১। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ১৩৭ রান করেছেন সাকিব।
বরিশালের ব্যাটিং পরামর্শ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সাকিব ধারাবাহিকভাবে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই ভালো করছে। এখন থেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করবে সে। তার ফর্ম আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D