সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২২ : শ্রম, মেধা ও কীর্তিতে যে নারীরা একাই একশ, এমন কীর্তিমতীদের গত দেড়যুগ ধরে খুঁজে বের করে সম্মাননা জানাচ্ছে ‘রাঁধুনী’। এবার সুযোগ আপনার। আপনার পরিচিত কীর্তিমতীদের তথ্য জানিয়ে তাদের কীর্তির কথা ছড়িয়ে দিন দেশজুড়ে। মানবকল্যাণ, ক্রীড়াক্ষেত্র, সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অবদান রাখা আপনার পরিচিত কীর্তিমতীদের মনোনয়নের জন্য ভিজিট করুন www.radhunikirtimoti.com
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা সম্পর্কে
প্রতিদিনের জীবন-প্রয়াসে সমানতালে এগিয়ে যাওয়া কিছু নারী শ্রম, মেধা ও কীর্তিতে হয়ে ওঠেন অগ্রগন্য। গত পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই কীর্তিমতীদের খুঁজে বের করছে ‘রাঁধুনী’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে প্রতিবছর তাদের অবদানকে সম্মানিত করছে বিশেষ ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’ প্রদানের মাধ্যমে। সারাদেশ থেকে চার (০৪) টি ক্ষেত্রের চার (০৪) জন সফল নারীকে খুঁজে বের করে তাদের অর্জিত সাফল্য এবং তার পেছনকার কর্মপ্রয়াসকে সম্মাননা জানানোর এই ক্ষেত্রগুলো হচ্ছে— সাংবাদিকতা (কীর্তিমতী সাংবাদিক), ব্যবসায় উদ্যোগ (কীর্তিমতী উদ্যোক্তা), সমাজ উন্নয়ন (কীর্তিমতী হিতৈষী) এবং ক্রীড়া (কীর্তিমতী ক্রীড়াবিদ)। কীর্তিমতী সম্মাননার আয়োজনগুলো প্রচারিত হয়েছে দেশের প্রথমসারির টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে। কীর্তিমতী সম্মাননার পূর্ববর্তী আয়োজন এবং সম্মাননাপ্রাপ্ত কীর্তিমতীদের সম্পর্কে জানতে ইউটিউব লিংকগুলো ক্লিক করার অনুরোধ রইলো।
উত্তরোত্তর নারীদের সংগ্রামে, সফলতায় অভিবাদন জানিয়ে আরো বেশি করে নারীর জীবন-বাস্তবতার পাশে থাকতে এ বছরও শুরু হচ্ছে কীর্তিমতীদের খোঁজার অভিযান— রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২১। আর এবারের প্রয়াসে ‘রাঁধুনী’ পাশে চায় আপনাকেও। আমরা বিশ্বাস করি, অদম্য কীর্তিতে এগিয়ে থাকা নারীদের আপনিও চেনেন। আশেপাশে আপনার পরিচিত গণ্ডিতেও আছেন মানবকল্যাণ, ক্রীড়াক্ষেত্র, সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অসামান্য অবদান রাখা নারীরা। তাদের কথাই লিখে জানান আমাদের। আপনার এই ছোট্ট উদ্যোগেই তাদের কথা জানবে সারাদেশের মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়বে তাদের প্রেরণাদায়ী কীর্তির গল্প। একইসাথে ছড়িয়ে পড়বে আপনার অঞ্চলের সুনাম। পাশাপাশি আপনার জানানো কীর্তিমতীর কর্মের প্রেরণায় দেশজুড়ে জন্ম নেবে আরো অসংখ্য কীর্তিময় প্রয়াস।
কীর্তিমতীর তথ্য জানাতে আপনার মূল্যবান সময় ও স্বদিচ্ছাকে আমাদের আগাম ধন্যবাদ ও অভিবাদন।
মনোনয়ন ক্যাটেগরি
সাংবাদিকতা
(কীর্তিমতী সাংবাদিক)
নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিক, যিনি সমাজের অনিয়ম, সমস্যা, দুর্নীতি বা অসংগতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন লিখেছেন, কিংবা লেখায় উঠে এসেছে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম বা সম্ভাবনার চিত্র, নেপথ্য ভূমিকা রেখেছেন শিক্ষা, সংস্কৃতির উন্নয়নে।
ব্যবসায় উদ্যোগ
(কীর্তিমতী উদ্যোক্তা)
প্রতিষ্ঠিত উদ্যোক্তা, যার একক ব্যাবসায়িক উদ্যোগে নিজের পাশাপাশি আশেপাশের মানুষের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছে। এলাকার আর্থ-সামাজিক পটপরিবর্তনে যিনি বিশেষ অবদান রেখে চলেছেন।
সমাজ উন্নয়ন
(কীর্তিমতী হিতৈষী)
বরেণ্য ব্যক্তিত্ব, যিনি নিঃস্বার্থভাবে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। অসহায়, বঞ্চিত কিংবা দরিদ্র জনগোষ্ঠীর জন্য যার ত্যাগ ও শ্রম সমাজে মহতী দৃষ্টান্ত তৈরি করেছে।
ক্রীড়া
(কীর্তিমতী ক্রীড়াবিদ)
স্থানীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত ব্যক্তিত্ব, যেকোনো ক্রীড়ায় যিনি অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন। যার কীর্তি ও অর্জন ক্রীড়াজগত এবং এর বাইরের আরো অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
নিয়মাবলি
– কীর্তিমতীর তথ্য পাঠানোর নির্ধারিত মনোনয়নপত্রটি পূরণ করুন।
– এক বা একাধিক ক্ষেত্রের জন্য আপনি আপনার পছন্দের কীর্তিমতীর তথ্য পাঠাতে পারেন।
– আপনার মনোনীত কীর্তিমতীর তথ্য, ঠিকানা ও ফোন নম্বর যথাসম্ভব নির্ভুল যাতে হয় সে বিষয়ে বিশেষ মনোযোগ দিন।
– মনোনয়নপত্রটি পূরণের পর নির্ধারিত ঘরে আপনার মনোনীত কীর্তিমতীর প্রয়োজনীয় ছবি, সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদনের কপি/লিংক সংযুক্ত করুন।
– পরবর্তীতে যোগাযোগের প্রয়োজনে আপনার নাম, সক্রিয় ফোন নম্বর, ঠিকানা প্রদান করুন।
– মনোনয়ন প্রদানের যেকোনো বিষয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
যাঁরা পেয়েছিলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২০
শামীমা সুলতানা শীলু
কীর্তিমতী উদ্যোক্তা ২০২০
ফিরোজা খাতুন
কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২০
জেসমিন সুলতানা
কীর্তিমতী হিতৈষী ২০২০
শেখ সাবিহা আলম
কীর্তিমতী সাংবাদিক ২০২০
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D