জিপিএ ৫ প্রাপ্তদের বৃত্তি দেবে ডিআরইউ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

জিপিএ ৫ প্রাপ্তদের বৃত্তি দেবে ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২২: ডিআরইউ সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনটি প্রতি বছরের মতো এবারও কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট, মার্কশীটের ফটোকপি ও এক কপি ছবি আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ