সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ ফেব্রুয়ারি ২০২২ : গোষ্ঠিগত প্রভাব, অবৈধ অর্থ, দুর্বৃত্তায়ন, অসহিষ্ণুতা ও আইনের যথোপযুক্ত প্রয়োগ না হওয়ার কারণে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তীতে বিভিন্ন সহিংসতা হয়ে থাকে। তবে সিলেট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িকতা ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এরমধ্যে শ্রীমঙ্গল অগ্রগণ্য ও উল্লেখযোগ্য। এই শ্রীমঙ্গলে পৌর ও ১০ম ইউনিয়ন পরিষদ নির্বাচনেও উল্লেখ করার মতো কোন সহিংসতা হয়নি।
এছাড়া শ্রীমঙ্গলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, চা শ্রমিক, মনিপুরী সহ অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তা তথা আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করলেও কোন ধরণের সম্প্রীতি বিনষ্ট হয়নি। ইউনিয়ন নির্বাচনে একটি ওয়ার্ডে প্রতিদ্বন্ধি মেম্বার প্রদপ্রার্থীরা একসাথে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খোশগল্প করে ভোটের সময় পার করতে দেখা গেছে।
বক্তারা নির্বাচন কমিশনের সঠিক ও শক্ত কার্যকরি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
শনিবার (১৯ ফ্রেব্রুয়ারি ২০২২) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহিংসতামুক্ত ও শান্তি-সম্প্রীতিময় এলাকা গড়ে তোলার লক্ষ্যে এক গোলটেবিল বৈঠকে এসব বক্তব্য উপস্থাপন করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় ও পিস ফ্যাসেলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর আয়োজনে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের গুহ রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পিস অ্যাম্বাসেডর ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের মুল প্রবন্ধ পাঠ করেন পিস এ্যাম্বসেডর ও শিক্ষক কাজী আছমা এবং সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন পিস ফ্যাসেলিটেটর গ্রুপ(পিএফজি) কেন্দ্রীয় প্রোগ্রাম সম্বয়ক মাইমুনা আক্তার রুবি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি মো: সমশের খান, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব, সনাক সভাপতি ও কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মো: আব্দুর রউফ তালুকদার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুর খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছির আরাফাত রবিন, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, জাতের সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলমান কবীর, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার ফিরোজা বেগম, সাবেক মেম্বার মো: ফিরোজ মিয়া, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী শেখ সরোয়ার জাহান জুয়েল প্রমুখ।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট তার বক্তব্যে একটি সুন্দর, বহুত্ববাদী, সহনশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রতিনিধিরা নিজ নিজ এলকায় সহিংসতামুক্ত শান্তি-সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সক্রিয় ভূমিকা ও যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D