রবিউল আলমের লেখা ‘আমার দেখা রায়ের বাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তেভেজা একটি বটগাছ’

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

রবিউল আলমের লেখা ‘আমার দেখা রায়ের বাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তেভেজা একটি বটগাছ’

স্বকৃত নোমান | ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২২ : বইমেলায় মানুষটিকে পেলাম। তাঁর নাম রবিউল আলম। মেলায় একটি বই ফেরি করছিলেন। এই মানুষের জীবন যেন একটি উপন্যাস। একাত্তরের কথা। তিনি মাছ ধরে ফিরছিলেন। রায়ের বাজার বধ্যভূমিতে অসংখ্য মানুষের লাশ দেখে তিনি চিৎকার করে উঠলেন। পাকিস্তানি আর্মিরা শুরু করল ব্রাশ ফায়ার। তিনি মাটিতে শুয়ে পড়লেন। তাকে ধরে নিয়ে গেল আর্মি ক্যাম্পে, চালানো হলো নির্যাতন।

তিনি নিরক্ষর ছিলেন। একাত্তরের সেই অভিজ্ঞতা লিখতে তিনি ভর্তি হলেন নাইট স্কুলে। রিকশা চালাতেন। ফাঁকে ফাঁকে করতেন লেখাপড়া। পঞ্চাশ বছরের সাধনার পর তিনি লিখলেন একটি বই, ‘আমার দেখা রায়ের বাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তেভেজা একটি বটগাছ।’ প্রকাশ করেছে মানচিত্র প্রকাশনী।

এই মানুষটির প্রতি মস্তক অবনত শ্রদ্ধা।