সরকারের উন্নয়ন কাজের অংশীদার সাংবাদিকরা: প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে হুইপ স্বপন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

সরকারের উন্নয়ন কাজের অংশীদার সাংবাদিকরা: প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে হুইপ স্বপন

Manual1 Ad Code

জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি ২০২২ : “সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা।”

Manual8 Ad Code

রোববার (২৭ ফেব্রুয়ারি ২০২২) রাত সাড়ে ৯টায় পৌর মিলনায়তনে আয়োজিত জয়পুরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এ কথা বলেন।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, সংবাদপত্র সমাজের আয়না হলে সাংবাদিকরা হচ্ছেন সেই আয়নার চোখ। সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরে বেশি করে রিপোর্ট করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের ভুল গুলো তুলে ধরার মাধ্যমে সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন সাংবাদিকরা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো: মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মো: নূরুল আমিন, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, তিতাস মস্তোফা প্রমূখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ