নকশালদ্রোহ: এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

নকশালদ্রোহ: এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২২ : কলকাতার “নবজাতক প্রকাশন” থেকে “নকশালদ্রোহ: এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী” বিটি প্রকাশিত হয়েছে, প্রায় ৩ বছর হল। নকশালবাড়ি অভ্যুত্থানের পাঁচ দশক পূর্ণ হয়েছে। এই আন্দোলন নিয়ে মানুষের মনে কৌতুহলের অভাব আজও নেই। তবে গবেষণামূলক পুস্তক অপেক্ষা স্মৃতিচারণ মূলক বই-পত্র এবং নকশালবাড়ি সংগ্রামের পটভূমিতে রচিত গল্প, নাটক, কবিতার সংখ্যা অপেক্ষাকৃতভাবে অনেক বেশি।

প্রায় শুরু থেকেই বিভিন্ন তত্ত্ব ও তার প্রয়োগগত বিভিন্নতার দ্বন্দ্বে দীর্ণ CPI (ML) বহু গোষ্ঠীতে খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে। বিশেষত চারু মজুমদার, সরোজ দত্তের মতো প্রথম সারির নেতাদের মৃত্যুতে দলের মধ্যে উত্তরাধিকার সহ আরও বিভিন্ন বিষয়ে প্রশ্ন মাথাচারা দিতে থাকে। বিতর্কের নানা বিষয়ের সাথে ১৯৭৩ সালে যোগ হয় চীনের কমিউনিস্ট পার্টির ১০ম কংগ্রেসে লিন-পিয়াও-কে নিয়ে তাদের অবস্থানের বিষয়টি। এই বিতর্ক সম্ভবত পৃথিবীর অন্য কোনো দেশের কমিউনিস্ট পার্টিকে এত প্রভাবিত করেনি, যেমনটা করেছিল নকশালপন্থী বিভিন্ন গোষ্ঠীকে। দুই লেখক, বাসু আচার্য এবং ইন্দ্রাণী ভট্টাচার্য এই সময়টাকেই তুলে ধরেছেন। তাঁরা কাজ করেছেন লিন-পিয়াওপন্থী তিনটি নকশালপন্থী গোষ্ঠীর ইতিহাস অ দলিল নিয়ে। CPL(ML) দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি, COC, CPI(ML) বা কেন্দ্রীয় সংগঠনী কমিটি, COB, CPI(ML) বা কেন্দ্রীয় সংগঠনী ব্যুরো।

বইটি নিছক আন্দোলনের গল্প নয়। টীকা তথ্যসমৃদ্ধ। জায়গা বিশেষে গুরুত্বপূর্ণ দলিল ও সূত্রগুলির যথাযথ বিবরণ আছে। নকশালবাড়ি সংগ্রামের প্রথম পর্যায়ের সঙ্গে যুক্ত মানুষজন নেকেই আজ মৃত। গোপনিয়তা ও রাষ্ট্রের সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষে দলিলপত্র সংরক্ষণের অসুবিধা ছিল। অনেক স্থানীয় ইতিহাস আর পাওয়া যাবে না। চমৎকৃত হতে হয় এমন নানা অজানা তথ্য বইটিতে রয়েছে। নকশাল গোষ্ঠীগুলির পরস্পরের সঙ্গে সংঘর্ষের অবস্থার চিত্র যেমন সেই সময়ের চরম অস্থিরতা ও অবিশ্বাসের বাতাবরণকে বুঝতে সাহায্য করে। আজকের প্রজন্মের কাছে বিস্ময়কর লাগতেই পারে আদর্শের জন্য সম্ভাবনাময় এক ঝাঁক তরুণ-তরুণীর আত্মত্যাগের কাহিনি।

১৯৭২ অবধি মূল ধারার CPI (ML) কে নিয়ে বেশ কিছু গবেষণামূলক বই আছে। বই আছে ১৯৯০ এর দশকের জনযুদ্ধ বা “মাওবাদী” কার্যকলাপ নিয়েও। কিন্তু ১৯৮০ দশকে, মূলধারার সংসদীয় বাম দলগুলির শাসনকালে শহর গ্রাম সাধারণ লোকালয়ে কিছু নকশালপন্থী গোষ্ঠী যে পার্টি সংগঠন ও গণসংগঠনের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ইতিহাস প্রায় সকলের অজানা। গণসংগঠনের প্রশ্নে বিতর্কের প্রশ্নটিও যে গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, সেই প্রসঙ্গও ধরা পরেছে জেলের বাইরে ও ভিতরে নেতাদের মধ্যে আলোচনার বিবরণে। CPI (ML) 2nd CC নামটি বহুল পরিচিত। মহাদেব মুখার্জী, নিশীথ ভট্টাচার্য, আজিজুল হকের মতো তাঁদের প্রথম সারির নেতাদের নামও রাজনীতি সচেতন মানুষ জনেন; কিন্তু শান্তি পাল ও অমর ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত গোষ্ঠীদুটির ইতিহাস নিঃসন্দেহে গবেষক ও আগ্রহী পাঠকদের কাছে সম্পূর্ণ নতুনভাবে উঠে আসবে।

বইটির ভাষা সাবলীল এবং নিরপেক্ষ গবেষণামুলক দৃষ্টিভঙ্গীতে পাঠকদের সামনে পরিবেশন করা হয়েছে তথ্য। সেই বিশেষ সময়ের রাজনৈতিক ও ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে এই বই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সন্দেহ নেই।

“নকশালদ্রোহ: “এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী”
বাসু আচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য
নবজাতক প্রকাশন/কলকাতা
মূল্য – ১৬০ টাকা(ভারতীয়)

এ সংক্রান্ত আরও সংবাদ