দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

সৈয়দ ছায়েদ আহমেদ | দীঘলবাক (নবীগঞ্জ), ০৫ মার্চ ২০২২ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ ২০২২) সকাল ১১টায় দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

কলেজের প্রভাষক মোহাম্মদ সরোওয়ার আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক, স্কুলের প্রাক্তান শিক্ষার্থী, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও সাবেক সচিব বনমালী ভৌমিক; নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবীর আহমদ, সিলেট শিক্ষা রোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন (শামীম), প্রাক্তান শিক্ষার্থী ও গণফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট আনসার খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থীদের গভর্নিং বডির সভাপতি আজিজুল হক শিবলী।
প্রতিবেদন পেশ করেন দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও নর্থ সাউথ মেডিকেল কলেজের ডাক্তার মো: কামাল আহমদ, গভার্ণিং বডির সদস্য আবু বকর সিতু, আবদুল বাছিত জিতু ও মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সিলেট বিভাগীয় কমিশনার ডঃ মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গত দুই মেয়াদে এই কলেজের শিক্ষাথীর্রা শতভাগ পাশ করায় তিনি শিক্ষক, গভানিং বডির সদস্য ও সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন, যত শীঘ্র সম্ভব কলেজের স্বীকৃতি ও এমপিওভুক্তির কাজ সম্পন্ন করা হবে। এসময় তিনি কলেজ উন্নয়নের জন্য সরকারী তহবিল থেকে দুই লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।