সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ মার্চ ২০২২ : সামাজিক ও ডিজিটাল যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম বিষয়ে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘ওভার দ্যা টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা এবং বিজ্ঞাপন প্রদর্শন নীতিমালা ২০২১ (খসড়া)’ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রণীত খসড়া প্রবিধান Regulation for Digital, Social Media and OTT Platforms 2021′- এর উপর ব্লাস্ট তার মতামত প্রদান করেছে।
ব্লাস্ট অনুধাবন করে অনলাইনে বক্তব্য প্রচারের ক্ষতিকর দিক প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার পাশাপাশি সর্বসাধারণের বিশেষতঃ নারী, তরুণ-তরুণী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও প্রয়োজন। উদ্বেগের বিষয় এই যে, খসড়া নীতি ও প্রবিধানটি ন্যায় বিচারে প্রবেশগম্যতা, টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জন এবং মৌলিক অধিকার চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক মৌলিক অধিকারের সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। সংবিধান যে সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে তার সাথে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও International best practice এর সামঞ্জস্যতাকে বিবেচনায় নিয়ে খসড়া নীতি ও প্রবিধান পুনঃনিরীক্ষণ এবং জনগুরুত্বপূর্ণ এ খসড়া নীতি ও প্রবিধান বিষয়ে জরুরী ভিত্তিতে ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বিশেষতঃ অনগ্রসর জনগোষ্ঠীর সাথে গণ শুনানীর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সন্ত্রণালয় ও কমিশনের প্রতি ব্লাস্ট আহবান জানায়।
এছাড়া খসড়া দুটিতে বেশ কয়েকটি সংবেদনশীল বিষয়, যথা: খসড়া নীতি ও প্রবিধান কার জন্য প্রযোজ্য, যে কোন বিধানের লংঘন ঘটলে কে দায়বদ্ধ থাকবে, সংজ্ঞা ও শব্দ ব্যবহারে স্পষ্টতার অভাব, নিবন্ধণ বিধান, প্রকাশিত বিষয়বস্তু অপসারণের ভিত্তি এবং বাক স্বাধীনতার উপর স্বেচ্ছাচারী বিধিনিষেধ আরোপকারী বিধান বিদ্যমান। খসড়া দুটি পর্যালোচনা করে ব্লাস্ট গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ খসড়া নীতির উপর তার পর্যবেক্ষণ ও মতামত বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর ও গত ৫ মার্চ ২০২২ তারিখ খসড়া প্রবিধানের উপর তার পর্যবেক্ষণ ও মতামত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বরাবর প্রেরণ করে।
উল্লেখিত নীতি ও প্রবিধানে বাংলাদেশ সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারসমূহ, বিশেষত: আইনের সুরক্ষার অধিকার (অনুচ্ছেদ ৩১), চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার (অনুচ্ছেদ ৩৯) এবং ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদে বা জন্মস্থানের কারনে বৈষম্য থেকে মুক্ত থাকা (অনুচ্ছেদ ২৮) এর সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিলের (অনুচ্ছেদ ২৬) সম্ভাবনার বিষয়টি ব্লাস্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করে। একইসাথে, খসড়া নীতি ও প্রবিধান উভয়ই আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহ, বিশেষতঃ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক সনদ (ICCPR) এবং নারীর প্রতি সকল ধরণের বৈষম্য নির্মূল সনদ(CEDAW) এর অধীনে রাষ্ট্রীয় যে দায়বদ্ধতা তার সাথে অনেকাংশে সাংঘর্ষিক হবে বলেও ব্লাস্ট আশঙ্কা প্রকাশ করে।
ব্লাস্ট উক্ত খসড়া নীতি ও প্রবিধান বিষয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে এবং আইন, মিডিয়া ও ডিজিটাল অধিকার বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সংশ্লিষ্টদের সাথে অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ সভা আয়োজনের মধ্য দিয়ে এ বিষয়ে পর্যবেক্ষণ ও মতামত তৈরি করে।
ব্লাস্ট তার পর্যবেক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রণীত খসড়া প্রবিধানটি সাধারণ জনগণের বোঝার স্বার্থে এবং অধিকাংশ ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মতামত গ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশ এবং খসড়া নীতি ও প্রবিধান উভয়ই প্রতিবন্ধী ব্যক্তিদের বোধগম্যরূপে প্রকাশ ও মিডিয়ায় প্রচারের অনুরোধ জানায়। একইসাথে, ব্লাস্ট জনগুরুত্বপূর্ণ এ খসড়া নীতি ও প্রবিধানের কার্যকারিতা, প্রয়োগ সম্পর্কে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং তরুণ সমাজের ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে জরুরী ভিত্তিতে উন্মুক্ত আলোচনা, পরামর্শ সভা ও গণ শুনানীর আয়োজন করা এবং উভয় বিষয়ে মতামত প্রদানের সময়সীমা বৃদ্ধি করা বিষয়ে সুপারিশ প্রদান করে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D