ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

ঢাকা, ০৮ মার্চ ২০২২ : ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ ২০২২) সন্ধ্যা কাটাবন কনকর্ড টাওয়ারে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থটির মোড়ক উম্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা।
ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া, শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী, কুমিল্লার আবদুল মতিন খসরু মহিলা কলেজসহ ৬টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লুৎফুন্নাহার মুন্নী, তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড.কামরুল ইসলাম, প্রকৌশলী আবদুল মালিক ও ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই  ফোরামের সভাপতি প্রকৌশলী নওশাদুল হক।
গ্রন্থটির প্রকাশক সাউন্ডবাংলার স্বত্ত্বাধিকারী মোমিন মেহেদী, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সেক্রেটারী জুবায়দুর রহমান সৌরভ ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আনিসুর রহমান মীর এ সময় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ