রাশিয়া-ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

রাশিয়া-ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ মার্চ ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ মঙ্গলবার (৮ মার্চ ২০২২) এক বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধের ঘটনায় উদ্বেগে প্রকাশ করেছে। রুশ সীমান্তে ন্যাটোর অব্যাহত সম্প্রসারণের অভিপ্রায় থেকে সৃষ্ট এই যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি তেল ও সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা কোভিডকালীন সংকটকেও ছাড়িয়ে যাবে। কেবল তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি পশ্চিমাদের দ্বারা শক্তিমান হয়ে তার নিজ দেশরক্ষার নামে আরেকটি বিশ্বযুদ্ধ শুরুর জন্য ‘নো-ফ্লাই জোনে’র আবদার করে চলেছে।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় এটা দুর্ভাগ্যজনক যে জাতিসংঘ যুদ্ধবন্ধের কোন উদ্যোগ না নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে আগ্রহী থেকেছে। বাংলাদেশ সঙ্গতভাবে এই অন্যায়ের আবদারে যুক্ত না হওয়ায় লিথুনিয়া যেমন বাংলাদেশে করোনা ভাইরাস টিকা পাঠাতে অস্বীকার করেছে, তেমনি দেশের অভ্যন্তরে বাংলাদেশের স্বার্থ না দেখে মার্কিন মনতুষ্টির জন্য বিএনপি ও সমমনা দলগুলো এর নিন্দা জানাচ্ছে। ওয়ার্কার্স পার্টি বিশ্বশান্তি ও মানবিকতার স্বার্থে অবিলম্বে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।