সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২
ঢাকা, ১০ মার্চ ২০২২ : দেশের অন্যতম শিল্প গ্রুপ আরএফএল’র জনপ্রিয় বেল্ডার ব্র্যান্ড ‘ভিশন ব্লেন্ডার’ আয়োজিত পিঠানন্দ পুরস্কার পেলেন নয় নারী। রাজধানীর ব্যস্ত নগরীতে গ্রাম বাংলার সংস্কৃতি পিঠাপুলিতে মেতে উঠতে পিঠা উৎসবের আয়োজন করে দেশের জনপ্রিয় ব্লেন্ডার ব্র্যান্ড ‘ভিশন ব্লেন্ডার’। রাজধানীর মহাখালীতে দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন স্বাদের মজাদার পিঠা প্রদর্শন করে নয়জন নারী জিতে নিয়েছেন পিঠানন্দ উৎসব সিজন-৩ এর পুরস্কার।
অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহনকারীরা তিনটি ক্যাটাগরিতে বাড়ি থেকে তৈরি করে আনা বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন। স্টিম ও শুকনা পিঠা ক্যাটাগরিতে চিতই, ভাপা, রুটি পিঠা, পুলি পিঠা, মম, ঝাল পিঠা, পাটিসাপটা, পানতোয়াসহ বিভিন্ন ধরনের পিঠা, জুস বা ভেজা পিঠা ক্যাটাগরিতে দুধ পুলি, দুধ চিতই, সেমাই পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি পিঠা এবং তেলে ভাঁজা পিঠা ক্যাটাগরিতে পুলি পিঠা, মালপোয়া পিঠা, নারকেল পিঠা, কুলশি পিঠা, পাকান পিঠা, চুই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা প্রর্দশন করেন তারা। অনুষ্ঠানে আগতদের জন্য বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার ব্যবস্থা করা হয়।
রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা, কল্পনা রহমান, তাসনিয়া রহমান সৃষ্টি, জেবুন্নেসা বেগম এবং পুস্টি বিশেষজ্ঞ ইসরাত জাহানের সমন্বয়ে গঠিত নির্বাচক প্যানেল তিনটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নয়জনকে বিজয়ী ঘোষণা করেন।
পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীরা পেয়েছেন ভিশন ওয়াশিং মেশিন ও দ্বিতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন মাইক্রোওয়েভ ওভেন। এছাড়া তৃতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন ব্লেন্ডার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল। অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিকস এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মাহাদী হাসান ও মাহাবুবুর রহমানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D