সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ মার্চ ২০২২ : প্রতিবছর বাজেট ঘোষণার সময় আসলেই বিড়ির উপর করবৃদ্ধি ঠেকাতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। এমনকি বাজেট পাস হওয়ার পরও তারা একই দাবিতে আন্দোলন চালায়। বাংলাদেশে এটি এক নজিরবিহীন ঘটনা। এধরনের সংঘবদ্ধ আন্দোলন অন্য কোনো শিল্পের ক্ষেত্রে দেখা যায় না। গবেষণা ও তামাক-বিরোধী অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) বিড়ি শ্রমিকদের আন্দোলনে অংশগ্রহণের কারণ ও বিন্যাস অর্থাৎ আন্দোলন কিভাবে সংঘঠিত হয়, আন্দোলন কতটা স্বতঃস্ফূর্ত, আন্দোলনের আর্থিক ও অন্যান্য সহায়তার উৎস, এবং শেষ পর্যন্ত কারা প্রকৃত লাভবান হয় প্রভৃতি বুঝতে একটি গুণগত গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় সার্বিক সহযোগিতা করেছে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)। প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছে।
আগামীকাল ১২ মার্চ ২০২২, শনিবার, সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে (১৭, তোপখানা রোড) অনুষ্ঠেয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, আহ্বায়ক, জাতীয় তামাকবিরোধী মঞ্চ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হোসেন আলী খোন্দকার, সমন্বয়কারী (অতিরিক্ত সচিব), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ড. মাহফুজ কবীর, রিসার্চ ডিরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে বাংলাদেশ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D