সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ মার্চ ২০২২ : ভিশন ফর বাংলাদেশ-এর সহযোগিতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ মার্চ ২০২২) শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিশন ফর বাংলাদেশ-এর রেচেল এনড্রিউস ডেভিড হিচকক, স্কুলের প্রধান শিক্ষক জাহেদা আক্তার জুলি, মেডিকেল অফিসার ডা: জিশান আহমেদ ও অপ্টোমেট্রিস্ট আব্দুল বাতেন তালুকদার প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের শিশু শিক্ষার্থীসহ এলাকার প্রায় তিন শতাধিক শিশুকে এ সেবা দেওয়া হয় এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষুধ ও চশমা প্রদান করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D