‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক সাংবাদিকদের অনলাইন কর্মশালা শুরু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২

‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক সাংবাদিকদের অনলাইন কর্মশালা শুরু

বান্দরবান, ১২ মার্চ ২০২২ : বান্দরবানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ও ‘পি ফোর ডি’ (প্ল্যাটফরম ফর ডায়ালগ) শীর্ষক প্রকল্পের আওতায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক এ জেলার সাংবাদিকদের অনলাইন কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার (১২ মার্চ ২০২২) সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ‘পি ফোর পি’- এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম।
এদিন কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক প্রমুখ অংশগ্রহন করেন।
দু’দিন ব্যাপী এ কর্মশালায় ৫টি কৌশলপত্র, জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এ অনলাইন কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মী অনলাইনে ভার্চুয়ালী যুক্ত হয়ে অংশগ্রহণ করছেন।