ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ মার্চ ২০২২ : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শিমুল কুম্ভকারকে সভাপতি ও আদনান আজিজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রুদ্র রায়কে। বিশ্ববিদ্যালয় শাখার এই সম্মেলনে ছাত্র ইউনিয়নের মূল কমিটি ও ‘বিদ্রোহী’ অংশের নেতারা উপস্থিত ছিলেন।

‘ভেঙে ফেলো শোষকের ব্যারিকেড-অনাচার, নতুনের মিছিলে বিলীন হোক স্বৈরাচার’ এই স্লোগানে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ৩৪তম সম্মেলনের উদ্বোধন হয়। দীর্ঘ ১৩ ঘণ্টার কাউন্সিল অধিবেশনের পর গতকাল শনিবার বেলা তিনটায় ঘোষণা করা হয় নতুন কমিটি৷ আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন এই তথ্য জানায়।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন জাহিদ জামিল, মেঘমল্লার বসু, শ্যামজিৎ পাল শুভ্র, আবদুল করিম, মাঈন আহমেদ ও সাদনান সাকিব৷ সহসাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম শিহাব রেওয়াজ, লেনিক চাকমা, রিপিয়ন চাকমা, মাসুম রানা জয়, সাদ আহমেদ ও কাশফিয়া হাসান মৌরী। বিষ্ণু পণ্ডিত কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন।
এ ছাড়া অর্ণি আনজুম দপ্তর সম্পাদক, রেহমান খালেদকে শিক্ষা ও গবেষণা সম্পাদক, চমক চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আকিফ আহমেদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিজাম উদ্দিন হৃদয়কে সাংস্কৃতিক সম্পাদক, তানহা তানজিনকে সমাজকল্যাণ সম্পাদক এবং এন্টন চাকমাকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে ছাত্র ইউনিয়নের এই কমিটিতে। কমিটিতে সদস্য হয়েছেন প্রদ্যুৎ সরকার, দিগন্ত দাস, সানজিদা সুলতানা ও সাখাওয়াত ফাহাদ।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত ফাহাদ। কাউন্সিল পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রাগীব নাঈম। কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের দুই অংশের দুই কেন্দ্রীয় সভাপতি নজির আমিন চৌধুরী ও ফয়েজ উল্লাহ।

সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত
সন্ত্রাসবিরোধী রাজু দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শহীদ মঈন হোসেন রাজু স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় আয়োজিত সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি মোতালেব হোসেন, বর্তমান সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শিমুল কুম্ভকার বক্তব্য দেন।

এর আগে রাজু সংসদ, প্রগতিশীল ছাত্র জোট, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং প্রগতিশীল ছাত্রসংগঠন শহীদ রাজুর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল ‘বন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়। সন্ত্রাসবিরোধী গুলিতে শহীদ হন তৎকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মঈন হোসেন রাজু।