নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২

নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

চুয়াডাঙ্গা, ১৮ মার্চ ২০২২ : জেলার আলমডাঙ্গায় নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ ২০২২) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার দাসপাড়ায় নিখিল কুমার দাসের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামের আনসার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও পাবনা জেলার চাটমোহর রেলবাজার এলাকার রাজ কুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৪)
বাড়ির মালিক নিখিল কুমার দাস জানান, আমার নতুন বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছে। আজ সকালে সেফটিক ট্যাংকের ভিতর কাজ করছিলেন শ্রমিক শরিফুল ইসলাম। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে সাগর তাকে ডাকতে যায়। এক পর্যায়ে দুইজনই না ট্যাংকের ভিতর থেকে উঠে না আসায় তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।