সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ মার্চ ২০২২ : শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকা ঝর্ণার মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ শনিবার (১৯ মার্চ ২০২২) ঝর্ণার চাচা রাম প্রসাদ কুর্মী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী, সঞ্জয়ের মা, বাবা ও দুই বোনকে আসামি দেয়া হয়েছে।
এজাহারে বলা হয়, পাঁচ বছর হয় সঞ্জয়ের সাথে ঝর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্য পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। ঝগড়ার সময় সঞ্জয়ের পরিবারের সদস্যরা ঝর্ণাকে মারধর করতো। গত শুক্রবার সঞ্জয় ও তার পবিবারের লোকেরা ঝর্ণাকে মেরে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে আমাদের খবর দেয় যে, ঝর্ণা আত্মহত্যা করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, আমরা মামলা নথিভূক্ত করেছি। আসামি সঞ্জয় কুর্মীকে জেল থাজতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শহরের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝর্ণার লাশ উদ্ধার করে পুলিশ। ঝর্ণা উপজেলার চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D