সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২
নওগাঁ, ২১ মার্চ ২০২২ : নওগাঁয় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ১৮তম মেট কোর্স ও তৃতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২২ শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভার এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রোববার (২০ মার্চ ২০২২) রাত ১০টায় স্থানীয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলা রোভারের কমিশনার রানীনগর শেরে বাংলা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পাচঁদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে রোভার বগুড়া অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, লিডার ট্রেইনার ও কোর্স পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন এবং বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভারের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: নাসিম আলী বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে নওগাঁ জেলার কলেজ পর্যায়ের ২০টি প্রতিষ্ঠান থেকে মোট ৬৪জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আগামী ২৪ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D