সরকারি সকল দপ্তরের ওয়েব পোর্টাল ৩০ মার্চের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিলেন শ্রীমঙ্গলের ইউএনও নজরুল

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

সরকারি সকল দপ্তরের ওয়েব পোর্টাল ৩০ মার্চের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিলেন শ্রীমঙ্গলের ইউএনও নজরুল

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ মার্চ ২০২২ : তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি এবং স্বাধীনতার স্বপ্ন পূরণে তথ্য অধিকার এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি’র উদ্যোগে ৭ দিন ব্যাপী কর্মসূচীর প্রথম দিনের স্ব প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং আরটিআই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সনাকের শ্রীমঙ্গল শাখার সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কো-অডির্নেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্রীমঙ্গলে এ সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সনাক কর্তৃক শ্রীমঙ্গল উপজেলার সরকারি অফিসসমূহের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন মার্চ-২০২২ উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অডির্নেটর পারভেজ কৈরী।
পর্যবেক্ষণে দেখা যায়, নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য, ডিও (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) সংক্রান্ত তথ্য ও যোগাযোগ-এ ৭টি বিষয়ের আলোকে ৩৮টি ওয়েবপোর্টাল চেকিং/যাচাই করে মাত্র ১টি ওয়েবপোর্টালে শতভাগ তথ্য পাওয়া গিয়েছে। অন্যদিকে ৩৮টির মধ্যে ২টি ওয়েবপোর্টালে উল্লিখিত বিষয়সমূহে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি অর্থাৎ হালনাগাদের হার ০%। এছাড়া ১টিতে ৭৬ % এবং অন্য আরেকটিতে ৯২ % ছাড়া বাকি ৩৩টি ওয়েবপোর্টালে উল্লিখিত ৭টি বিষয়ে ৫০% এর কম তথ্য হালনাগাদ আছে ।

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৩৮টির মধ্যে ১৮টি ওয়েবপোর্টালে। অফিস প্রধানের তথ্য ৩৫টি, কর্মকর্তা/কর্মচারীর তথ্য ২৯টি, সেবাসমূহ ১৮টি, যোগাযোগ ১১টি, খবর ৫টি, নোটিশবোর্ড ১১টি, প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদ পাওয়া গেছে।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও নজরুল ইসলাম সনাক শ্রীমঙ্গলকে ধন্যবাদ দিয়ে বলেন, এইরকম একটি প্রদিবেদন প্রকাশ করার ফলে আমাদের ওয়েব পোর্টাালগুলোর আসল চিত্র উপস্থাপিত হয়েছে।
তিনি বলেন শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় ছাড়া আর কোন প্রতিষ্ঠানে ওয়েব পোর্টাল হালনাগাদ নেই। এটি হতাশাজনক।
তিনি তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর বিস্তারিত আলোচনার পর আগামী ৩০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কে ৩০ মার্চের মধ্যে উক্ত প্রতিবেদনের আরো একটি ফলোআপ প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে সনাক শ্রীমঙ্গল কর্তৃক চলমান ৭ দিন ব্যাপী তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংবাদিকরা সহ উপজেলার সকল সরকারি দপ্তরের প্রতিনিধি সহ ৯৭ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস গ্রুপ সনাক শ্রীমঙ্গল টিআইবি।