সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
জয়পুরহাট, ২৩ মার্চ ২০২২ : জেলায় আজ ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ)-এর জেন্ডার এ্যাকশান প্ল্যানের লক্ষ্যমাত্রা পুরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৩ মার্চ ২০২২) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এর জেন্ডার এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট (যুগ্ম-সচিব) মাহাবুবা ফারজানা।
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন।
সভায় জানানো হয়, বেকার যুবদের দক্ষতা অর্জনের পাশাপাশি নারীদের অধিকহারে দক্ষতা অর্জনের জন্য ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেইপ)- এর আওতায় প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। প্রশিক্ষনের সময় সরকার ভাতা ও টিফিনের ব্যবস্থা করেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D