সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ফ্রান্স, ২৬ মার্চ ২০২২ : ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা এসোসিয়েশনের উদ্যোগে “বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রত্যাশা, অর্জন, ব্যর্থতা ও সম্ভাবনা“ শীর্ষক ফেইসবুক লাইভ ও ভায়া জুমের বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
🇧🇩 ♦️🇫🇷 আজ শনিবার (২৬ মার্চ ২০২২) ফ্রান্স-এর সময় দুপুর ৩.০০ ঘটিকা, ভারতের সময় সন্ধ্যা ৭.৩০ ঘটিকা ও বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষ্যে এ বিশেষ আলোচনা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে আলোচক হিসাবে সংযুক্ত থাকবেন-
⭐️ অধ্যাপক ড: মেসবাহ কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
⭐️ অধ্যাপক ড: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ,ইতিহাস বিভাগ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , প্রাক্তন প্রো: ভাইস চ্যান্সেলর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
⭐️ অধ্যাপক ড: মো: ফজলুল হক, ডীন, আর্টস ফ্যাকাল্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
♦️গ্রন্থনা ও উপস্থাপনা : ⭐️ড: ছন্দা বড়ুয়া , প্রাক্তন শিক্ষিকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গবেষক ও উর্দ্ধতন কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ফ্রান্স।
👉 আবৃত্তি: মলি দেবনাথ, কোলকাতার বিশিষ্ট ও জনপ্রিয় বাচিক শিল্পী
👉 সঙ্গীত: মৌসুমী চক্রবর্তী, প্যারিসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক, ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা এসোসিয়েশন , ফ্রান্স
✴️ পরিকল্পনা: মি: অনুভব বড়ুয়া, সহঃ সভাপতি, ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা এসোসিয়েশন
🏵 পরিচালনা : সীবলী বডুয়া, সভাপতি , ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা এসোসিয়েশন , ফ্রান্স।
📡 মাধ্যম : ZOOM Via Facebook Live,
Facebook ID. Barua Sibali and Internationale des arts de France.
সবাইকে দেখার আমন্ত্রণ রইল ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D