শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৭ জুলাই ২০২২: সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে তথ্য অধিকার আইনের বহুল প্রচার, প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে দুর্র্নীতি বিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে আজ রবিবার (২৭ মার্চ’ ২০২২) শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনটি উদ্ধোধন করেন ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দুধু মিয়া এবং সনাকের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
আরো উপস্থিথ ছিলেন সনাক সদস্য জহর তরফদার, কবিতা রানী দাস, রহিমা বেগম এবং স্বজন সদস্য দেলোয়ার হোসেন এবং নিতেশ সূত্রধর।
এদিকে গত ২৪ মার্চ ২০২২ ইং তারিখে শ্রীমঙ্গলের দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ মনসুরুল হকের সভাপতিত্বে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ, তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং তথ্য অধিকার আইনের বহুল প্রচারের উদ্দেশ্যে হাতে কলমে আরটিআই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সনাকের তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পইন এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ সৈয়দ মোঃ মনসুরুল হক ও উপাধ্যক্ষ সুচিত্রা ধর।
কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এবং একই সাথে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আরটিআই প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
এরপর শুরু হয় তথ্য অধিকার আইনের বহুল প্রচারের উদ্দেশ্যে আরটিআই প্রশিক্ষণ।
প্রশিক্ষণটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী। প্রায় দুই ঘন্টার এই প্রশিক্ষণে অত্র প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রীদের হাতে কলমে আরটিআই প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং আমন্ত্রিত প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তাদের নিকট তথ্য চেয়ে আবেদন করেন।
সবশেষে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সনাক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনাক শ্রীমঙ্গল সদস্য ও ইয়েস ফ্রেন্ডসের আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং, জলি পাল, নিতেশ সূত্রধর, দ্বারিকা পাল কলেজের সকল শিক্ষকবৃন্দ, ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এবং ইয়েস সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।

এ সংক্রান্ত আরও সংবাদ