বাম জোটের আধাবেলা হরতালে পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

বাম জোটের আধাবেলা হরতালে পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ মার্চ ২০২২ : বাম জোটের আধাবেলা হরতালে পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের আজকের আধাবেলা হরতালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পিকেটিংয়ের সময় সরকারের পুলিশ বাহিনী কর্তৃক বাঁধা প্রদান, ঢাকার পল্টনে হরতাল সমর্থকদের মিছিলে হামলা, লাঠিপেটা ও বিভিন্ন জেলায় তাদের নেতা কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তিদানের জোর দাবী জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, কোভিড ১৯ এর কারণে দেশের সাধারণ মানুষের আয় উপার্জন কমেছে। এই সময়ে চাল, ডাল, ভোজ্য তেল, চিনিসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠছে। চলছে গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির পায়তারা। সরকারকে এসব মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমাতার মধ্যে নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ