সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ মার্চ ২০২২ : বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের করোনা টিকা নাকচ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের তামাক বিরোধী সংগঠনগুলো। একইসাথে বাংলাদেশ সরকারকে এই টিকা গ্রহণ না করার দাবি জানিয়েছে তারা।
তামাক কোম্পানির সংশ্লিষ্টতা থাকায় গত ২ মার্চ,২০২২ কানাডিয়ান কোম্পানি মেডিকাগো’র তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মেডিকাগো’র আংশিক মালিকানা ফিলিপ মরিসের এবং প্রতিষ্ঠানটি কানাডা সরকারের সাথে যৌথ উদ্যোগে এই টিকা প্রস্তুত করেছে।
এবিষয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিড মোকাবিলায় কানাডা ইতিপূর্বে অ্যাস্ট্রোজেনেকা টিকা দিয়েছে বাংলাদেশকে যা অত্যন্ত প্রশংসনীয়।তবে দেশটি মেডিকাগো’র টিকা দিতে চাইলে বাংলাদেশের উচিত হবে তা প্রত্যাখান করা।কারণ এই টিকা ডব্লিউএইচও’র অনুমোদন পায়নি এবং ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই টিকা ব্যবহার হবে এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর লঙ্ঘন।তাছাড়া একটি মহামারি নিয়ন্ত্রণে আরেকটি মহামারির (তামাক) সাথে আপোস করা উচিত নয়। আলোচনা সভায় আরো জানানো হয়, এ পর্যন্ত কমপক্ষে ৯টি টিকা ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে যার সাথে তামাক কোম্পানির কোনো সম্পর্ক নেইএবং বাংলাদেশ এসব অনুমোদিত টিকাই ব্যবহার করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স এর সাথে সমন্বয় রেখে টিকা সংগ্রটহ করা।
আলোচনা সভায় তামাকবিরোধী সংগঠন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, তাবিনাজ, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, টিসিআরসি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ভয়েস, মানস, প্রজ্ঞা, স্টপ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রিকিডস, ভাইটাল স্ট্র্যাটেজিস এবং দি ইউনিয়ন এর প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D