“মুজিব মানে মুক্তি” মঞ্চ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

“মুজিব মানে মুক্তি” মঞ্চ নাটক মঞ্চস্থ

কুমিল্লা (দক্ষিণ), ২৯ মার্চ ২০২২ : কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে। সোমবার রাত ৮ টায় জেলার শিল্পকলা একাডেমিতে এ নাটক মঞ্চস্থ করা হয়।।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হাসান ইমাম মজুমদার, অত্র কলেজের উপাধ্যাক্ষ মোঃ মোস্তাক আহমেদ প্রমুখ।
এছাড়াও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা আগত অতিথি ও অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত মঞ্চ নাটকটিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মঞ্চ নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ থিয়েটার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুল রশিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ