সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
জিনাত সুলতানা | চট্টগ্রাম, ০৮ এপ্রিল ২০২২ : ইচ্ছে না থাকা সত্ত্বেও গতকাল ছেলেকে মফস্বলের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করালাম। সরাসরি প্রথম শ্রেণি হওয়ায় সম্মানিত শিক্ষকদের একটা টিম লিখিত ও ভাইবা পরীক্ষা নিল। ভাইবাতে বিভিন্ন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, “তোমার আম্মু কি করে?
ছেলে আমার ঝটপট উত্তর দিল – মসলার ব্যবসা করে।
সবাই হতবাক কারণ ঐ বিদ্যালয়ে আমরা দুইজনই অপরিচিত। শিক্ষকদের একজন ছেলের আঙ্কেল থেকে জিজ্ঞেস করলো, কথাটি কি সঠিক। সে বললো, সঠিক।
ছেলের চাচা নাকি ভাইপোর উত্তর শুনে, লজ্জায় খুবই মর্মাহত। আমি কিন্তু খুবই উচ্ছ্বসিত কারণ ছেলেতো সত্যি কথাই বলেছে।
আমরা যে যেরকম পেশায় থাকি না কেন, সেটা যদি আত্মপ্রত্যয় নিয়ে সাহসের সাথে বুক ফুলিয়ে বলতে না পারি তাহলে বেশিদূর এগোনো সম্ভব নয়।
শাবাশ ছেলে সাবাশ! পৃথিবী কিন্তু সাহসী মানুষের জন্য। যেখানে থাকো ভালো থেকো এবং ভালো মানুষ হও। মাতৃভূমি ও জনগণের সেবক হও। গ্রহিতা না দাতা হও। পৃথিবী দাতাদের আজীবন স্মরণ রাখবে। পৃথিবীকে তুমি চির ঋণী করে যাও, সে প্রত্যাশা রইলো মা হিসেবে এতটুকুই আমার চাওয়া।
জিনাত সুলতানা
তোমার আম্মু
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D