সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ এপ্রিল ২০২২ : পানির উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে পানি ব্যবস্থাপনায় আদিবাসী কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বরেন্দ্রসহ সকল অঞ্চলে সমবায়ভিত্তিতে পানি ও চাষের ব্যবস্থাপনা করতে হবে। আদিবাসী কৃষক অভিনাথ ও রবি মার্ডির আত্মহত্যার প্রেক্ষিতে আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল পরিপত্র পাঠ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
পানির জন্য যে আদিবাসীরা প্রাণ দিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনার দায়িত্বে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ হাজার গভীর নলকূপ পরিচালনা করছে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পানির সমস্যা বেশী। অভিযোগ আছে, পানি সরবরাহ ব্যবস্থাপনায় বিএমডিএ তেমন কোন ভূমিকা রাখতে পারছে না। এর ফলশ্রুতিই হচ্ছে বরেন্দ্র অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর দুই কৃষকের মৃত্যু। এ কারণে থানায় মামলা হয়েছে। এটা আইনি প্রক্রিয়ায় চলতেই থাকবে। কিন্তু এই ঘটনা সমগ্র উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার কাঠামোগত ফাঁদ ও দুর্বৃত্তায়ন দেখে মনে হয়েছে বরেন্দ্র প্রকল্প ১৬টি জেলায় নতুন এক শোষক শ্রেণীর জন্ম দিয়েছে। এরা অনেকটা একদিকে ভূমি সামন্ত, অন্যদিকে পানি সামন্তে পরিণত হয়েছে। এটা একটা কাঠামোগত হত্যাকা-। তাই বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের একজন পাম্পচালক এর আসামি হলেও প্রকৃতপক্ষে বিএমডিএ এর প্রতিটি স্তরে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি এর জন্য দায়ী। কার্যত বরেন্দ্র প্রকল্প এখন রাজনৈতিক দুষ্ট চক্রের দখলে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি বলেন, আগামীতে যুদ্ধ হবে পানি নিয়ে। এই পানিযুদ্ধের প্রথম শহীদ এই দুই কৃষক। পানি সমস্যা একটি বৈশি^ক সমস্যা। তাই অচিরেই কৃষকসহ সকল নাগরিকের পানি প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, জাতিসংঘ ঘোষিত নিরাপদ পানি প্রাপ্তি সকল নাগরিকের জন্মগত অধিকার। রাষ্ট্র ও সরকার এই অধিকার প্রতিপালনে অঙ্গিকারাবদ্ধ। নদী দেশের প্রাণ প্রবাহ, তাই দেশের প্রাণ, প্রকৃতি ও কৃষিকে বাঁচাতে নদীগুলোকে বাঁচাতে হবে।।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং।
সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D