নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

নওগাঁ, ১২ এপ্রিল ২০২২ : নওগাঁয় নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের অংশগ্রহণে পবিত্র রমজান মাসে নিরিপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নওগাঁ জেলা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
নওগাঁ শহরের একটি হোটেলে আজ মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) বেলা ১১টায় আয়োজিত কর্মশালায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিণ্ময় প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো : শরিফুল ইসলাম খান।
রমজান মাসে বিশেষ করে নিরাপদ ইফতারির প্রয়োজনীয়তা, নিরাপদ খাদ্য তৈরি ও বিপণনের ওপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো: শামীম হোসেন।
কর্মশালায় নওগাঁ জেলা সদরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁর ৪০ জন মালিক এবং কর্মচারী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ