রোটারি সম্মাননা পাচ্ছেন ওস্তাদ আজিজুল ইসলাম ও সাংবাদিক শ্যামল দত্ত

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

রোটারি সম্মাননা পাচ্ছেন ওস্তাদ আজিজুল ইসলাম ও সাংবাদিক শ্যামল দত্ত

চট্টগ্রাম, ১৫ এপ্রিল ২০২২ : রোটারি ইন্টারন্যশনালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের উদ্যোগে ‘রোটারির পাবলিক ইমেজ বিল্ডিং সেমিনার ও গুণিজন সংবর্ধনা’ আগামীকাল শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। উদ্বোধন করবেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।
অনুষ্ঠানে একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত রোটারিয়ান বংশীবাদক ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে রোটারি সম্মাননা স্মারকে ভূষিত করা হবে। মূল বক্তা থাকবেন পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন ডিজিই রুহেলা খান চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চট্টগ্রাম রোটারি সেন্টারের সভাপতি সাংবাদিক ওসমান গণি মনসুর ও ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রকাশিত হবে রোটারি বিষয়ক চাটগাঁর বাণী’র বিশেষ সংখ্যা ‘বিশ্বসেবালয়’।