সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
আরিফ আহমেদ মুন্না | বাবুগঞ্জ (বরিশাল), ১৬ এপ্রিল ২০২২ : বাবুগঞ্জ উপজেলার কীর্তিমান প্রবাদপুরুষ, সাবেক পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও বিচারপতি আব্দুল জব্বার খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুধী সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৬ এপ্রিল ২০২২) বাবুগঞ্জের রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ওই সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল সমাজকল্যাণ মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিল পূর্ববর্তী সুধী সমাবেশে বক্তব্য রাখেন কমরেড মেননপত্নী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান বিউটি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, প্রখ্যাত ব্যাংকার ও ওয়ান ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. এস. এম. শহীদুল্লাহ খান বাদল, বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এবং বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ খান বাদলপত্নী ডাঃ লায়লা খান, কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর পত্নী মেহেজাবিন খান, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সম্পাদক শাহিন হোসেন প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D