শ্রীমঙ্গলে ২০২২-২৩ অর্থ বছরের ১ম নিলাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

শ্রীমঙ্গলে ২০২২-২৩ অর্থ বছরের ১ম নিলাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ এপ্রিল ২০২২ : দেশের দ্বিতীয় চায়ের নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থ বছরের ১ম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল ২০২২) সকাল ১০টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নতুন অর্থ বছরের ১ম নিলামে দেশে শ্রীমঙ্গল টি বোকার্স লি:, জালালাবাদ টি বোকার্স লি:, জি এস বোকার্স লি:, রূপশী বাংলা টি বোকার্স লি: ও সোনার বাংলা টি বোকার্স লি:সহ ৫টি বোকার্স হাউজ চা নিলামে অংশগ্রহণ করে।
এ নিলামে চায়ের পরিমাণ ছিল ৬৮ হাজার ২শত ২১ কেজি চা পাতা। তবে এ নিলামে বিশেষ কোন চা পাতা নিয়ে কোন টি গার্ডেন অংশ গ্রহণ করেনি। তবে ব্ল্যাক টি এর সাথে অর্থড´ ও গ্রিণ টি চা ছিল।
শ্রীমঙ্গল টি বোকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এ অর্থ বছরের এ নিলামের বিশেষ কোন চা ছিলনা। বছরের শুরুতে নিলামে চায়ের পরিমাণ কম হলেও বিক্রয়ের পরিমাণ আশানুরূপ ছিল। ২০২২-২৩ অর্থ বছরে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে মোট ২৩ নিলাম অনুষ্ঠিত হবে বলে টি বোর্ড সূত্রে জানা গেছে।
জানা যায়, শহরের মৌলভীভাজার রোডস্থ খান টাওয়ারের দ্বিতীয় তলায় নিলাম হাউজের অগ্নিকান্ডে এসি ও ফার্নিচার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ