শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ এপ্রিল ২০২২ : শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ও উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি কাউছার ইকবাল, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান সহ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ