সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ মে ২০২২ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া দেশের শ্রমিক-কৃষক-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষ, রেমিট্যান্স যোদ্ধা, কৃষক, উদ্যোক্তাদের কৃতিত্ব। তারপরও শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা না হওয়া জাতীয় লজ্জা।
ইনু অবিলম্বে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টর নির্বিশেষে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে জাসদের সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও লাল পতাকা মিছিলে এসব কথা বলেন ইনু।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
হাসানুল হক ইনু বলেন, সরকার বারবার তাগিদ দেয়ার পরও কিছু কিছু মালিক তাঁদের কলকারখানা, মিল, ফ্যাক্টরিতে কর্মপরিবেশ নিরাপদ না করে মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছেন।
তিনি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও পঙ্গু শ্রমিকদের তাঁদের আজীবন আয়ের সমান মজুরি ক্ষতিপূরণ হিসেবে প্রদানের দাবি জানান।
তিনি সমকাজে নারী-পুরুষ শ্রমিকের সমমজুরি এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি জানান।
গৃহকর্মী, চাতালের শ্রমিক, ইটভাটার শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের শ্রমিক হিসেবে আইনি মর্যাদা প্রদানের দাবি জানান ইনু।
তিনি বলেন, শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতিনিধিত্বকারী দল জাসদ। শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী, কর্মজীবী মেহনতি মানুষে কণ্ঠস্বর জাসদ।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ প্রমুখ।
সমাবেশ শেষে কয়েক শ শ্রমিক বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তোপখানা, পল্টন, প্রেসক্লাব এলাকায় লাল পতাকা মিছিল করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D